ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

রবি শাস্ত্রী বললেন শুধু ভারতকে দোষারোপ করা কেন জেনেনিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৮ ২০:২১:০৯
রবি শাস্ত্রী বললেন শুধু ভারতকে দোষারোপ করা কেন জেনেনিন

অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচ করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে অংশ নেবে ভারত। এ ছাড়া রয়েছে চার ম্যাচের টেস্ট সিরিজ। ২১ নভেম্বর ব্রিসবেনে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে লম্বা সময়ের এই সফর। রবি শাস্ত্রী ভারতের হেড কোচ হওয়ার পর এ বছর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ হেরেছেন বিরাট কোহলিরা। ব্রিসবেনে সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের মাঠে ভারতের পারফরম্যান্সের প্রসঙ্গটা উঠেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের সিরিজটা জেতা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ—এই প্রশ্নের জবাবে শাস্ত্রীর সাফ জবাব, ‘ভুল থেকে শিক্ষা নিতে হবে। আশপাশের দলগুলো দেখুন, খুব বেশি দল কিন্তু নেই (প্রতিপক্ষের মাঠে ভালো করতে পারে)।’

শাস্ত্রী এখানেই থামেননি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে ভারতের এই হেড কোচ বলেন, ‘নব্বই দশকে ও এ শতাব্দীর শুরুতে অস্ট্রেলিয়া প্রতিপক্ষের মাঠে ভালো করেছে। দক্ষিণ আফ্রিকাও ভালো করেছে। এ দুটি দল ছাড়া গত পাঁচ-ছয় বছরে কোনো দলই সেভাবে ভালো করতে পারেনি। তাহলে শুধু ভারতকে একা দোষারোপ কেন?’

কেপটাউন টেস্টে বল বিকৃতি–কাণ্ডের পর বেশ খর্ব হয়েছে অস্ট্রেলিয়ার শক্তি। নিষিদ্ধ হয়েছেন দলের দুই সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। যদিও শাস্ত্রীর বিশ্বাস, ঘরের মাঠে কোনো দলই দুর্বল নয়, ‘খেলাধুলার সংস্কৃতিটা একবার ঢুকে পড়লে থেকেই যায়। সব সময় বিশ্বাস করেছি, ঘরের মাঠে কোনো দলই দুর্বল নয়। কেউ যদি বলে এই দলটা দুর্বল, সেটি রীতিমতো বিস্ময়কর।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ