ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বিসিএলে দল না পাওয়াই আশরাফুলের মন্তব্য

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৮ ১৯:২৩:০৬
বিসিএলে দল না পাওয়াই আশরাফুলের মন্তব্য

এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘বিসিএল তো যারা টপ প্লেয়ার তাদের নেয়। এনসিএলে যারা পারফর্ম করে। আমি তো পারফর্ম করতে পারিনি। পেশাদার খেলেয়োড় হিসেবে ওইভাবে কষ্ট পাওয়ার কিছু নেই। পারফর্ম করিনি তাই দলে নেয়নি। এটা তো আমার হাতে নেই।’

ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে বিসিএলের গত আসরে খেলেছিলেন আশরাফুল। কিন্তু এবার তারা তাকে দলে নেয়নি। তবে দু-এক রাউন্ড শেষে অন্য কোনো দলে সুযোগ তৈরি হলে তাদের হয়ে খেলতে কোনো আপত্তি থাকবে না বলেই জানিয়েছেন আশরাফুল।

তিনি বলেন, ‘ম্যানেজমেন্টের কারো সাথেই কথা বলিনি। দু-এক রাউন্ড পর দলে নেয়ার অপশন আছে। তবে কারো সাথে কোনো আলাপ হয়নি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ