ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে শাহাদাতের সামনে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৮ ১৮:৫১:৩৪
যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে শাহাদাতের সামনে

প্রথম শ্রেণীর ক্রিকেট বিসিএলে নতুন আঙ্গিকে প্লেয়ারস ড্রাফটের মাধ্যমে ক্রিকেটারদের দলে বেড়ানোর সুযোগ পেয়েছিলেন বিসিএলের চারটি দল। শনিবার অনুষ্ঠিত হয়ে যাওয়া এই ড্রাফটে আসন্ন আসরের জন্য কোন জোনই দলে ডাকেনি ডানহাতি পেসারক শাহাদাতকে।

তাই দেশের সকল পেসারদের তাঁর চেয়ে ভালো করার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। তাঁর মতে, মাঠে জবাব দিয়েছেন তিনি, লাইন লেন্থে বোলিং করেছেন, গতিও আছে এখনও তাঁর বলে। ভালোও খেলেছেন কিন্তু তবুও অবহেলিত হয়েছেন তিনি, মনে করছেন শাহাদাত।

'কাউকে বলে খেলবো এমন ক্রিকেট খেলার কোনো ইচ্ছা নেই। কারন আমার জবাব তো মাঠে। আর মাঠে ভালো খেলার পরও যদি আমাকে না নেয় তাহলে আমার কিছু বলার নেই। আমরা যারা সিনিয়র ক্রিকেটার রয়েছি তারা এখনই বুড়া না। আর আমি এখনও চ্যালেঞ্জ করে বলতে পারি যেই কোনো ফাস্ট বোলার আমার চেয়ে যদি ভালো করতে পারে তাহলে আমি খেলা ছেড়ে দেব। আপনাদের সামনে এই আমি বললাম। এটাই আমার শেষ কথা, বলেছিলেন শাহাদাত।

'আমার চেয়ে যদি কেউ ভালো করতে পারে আমি খেলা ছেড়ে দেব এটা আমার চ্যালেঞ্জ। আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করলাম। আর সেরকম সক্ষমতা যদি আমার না থাকতো তাহলে আমি আগে থেকেই ক্রিকেট খেলতাম না । আমাদের সময় অনেক ফাস্ট বোলার ছিল যারা এখন খেলতে পারছে না। কারন তাদের কোন সক্ষমতা নেই। আমি তো এখনও প্রায় ১৪০ তে বল করছি। বয়সও বেশি না। ভালো জায়গায় বল করছি, ফিটনেস ভালো রয়েছে তাহলে কেন সুয়োগ পাবো না,' যোগ করেছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটের জাতীয় লিগে (এনসিএল) মোটামুটি ভালোই পারফর্মেন্স দেখিয়েছেন শাহাদাত। জাতীয় লিগের এবারের আসরে ঢাকা বিভাগের হয়ে পাঁচটি রাউন্ডই খেলেছেন তিনি। দারুণ বোলিং করে তুলে নিয়েছেন ১৭টি উইকেটও।

যেখানে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুই ইনিংসে নিয়েছেন চারটি করে আট উইকেট। তাঁর এই পারফর্মেন্সে বিপিএলের ষষ্ঠ আসরের জন্যও দল পেয়েছেন শাহদাত। ঢাকা ডায়নামাইটসের হয়ে জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএল মাতাবেন তিনি।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ডাক না পেয়ে অনেক বেশী মনঃক্ষুণ্ণ হয়েছেন শাহাদাত।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ