ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

টাইগারদের সামনে অসহায় উইন্ডিজরা দিন শেষে দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৮ ১৭:০৩:৪৩
টাইগারদের সামনে অসহায় উইন্ডিজরা দিন শেষে দেখুন সর্বশেষ স্কোর

বাংলাদেশি বোলারদের মধ্যে অফ স্পিনার নাঈম হাসান দুইটি উইকেট নিয়েছেন। এছারা শফিউল, রুবেল, সৌম্য ও রাব্বি একটি করে উইকেট শিকার করেছেন। উইকেটের দেখা পান নি রবিউল ও এবাদত।

রুবেলের প্রথমঃ

দুই ওভার পরেই ভালো খেলতে থাকা চেইজকে আউট করেন রুবেল। ৩৫ রান করে সাজঘরে ফিরতে হয় এই অলরাউন্ডারকে।

উইকেট নিয়েছেন সৌম্যওঃ

দিনের শেষে এসে উইকেটের দেখা পেয়েছেন সৌম্য সরকার। ৭৮তম ওভারে ২৪ রান করা উইকেট কিপার ব্যাটসম্যান ডওরিচকে আউট করেন তিনি।

নাঈমের দ্বিতীয় উইকেটঃ

ইনিংসের ৭১তম ওভারে বাঁহাতি হেটমায়ারকে মিড অনের ক্যাচে পরিনত করেন নাঈম। ২৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি।

অবশেষে উইকেটের নাঈমের উইকেটঃ ৫৬তম ওভারে ফের আঘাত হানে বিসিবি একাদশ। এবার দিনের অধিকাংশ সময় খরুচে বোলিং করা নাঈমের অফ স্পিনে লেট কাট করতে গিয়ে সরাসরি বোল্ড হন তিনি। ১৭ রান যোগ করেন তিনি।

লিটন, সৌম্য ও জাকিরের অবিশ্বাস্য ক্যাচঃ

ক্রেইগ ব্র্যাথওয়েটে প্রথম উইকেট পতনের পর শাই হোপ মাঠ ছাড়া ব্যতীত ম্যাচের দুই সেশনে বিসিবি একাদশের অর্জনের কিছু ছিল না। কিন্তু ইনিংসের ৫০তম ওভারে এসে জাদুকরী মুহূর্তের।

পার্ট টাইমার রাব্বির বাঁহাতি স্পিনে সুইপ খেলার চেষ্টায় ব্যর্থ পাওয়েল ব্যাট ছুঁইয়ে কিপার লিটনের গ্লাভসে বন্ধি হতে পারতেন, কিন্তু বল লিটনের গ্লাভস স্পর্শ করে প্রথম স্লিপে থাকা সৌম্যর হাত হয়ে যায় শর্ট লেগে থাকা জাকির হাসানের তালুতে। তিন জনের সম্মিলিত প্রয়াসে ফিরতে হয় ৭২ রানের ঝলমলে ইনিংস খেলা পাওয়েলকে।

হোপের স্বেচ্ছায় অবসরঃ

দারুন খেলতে থাকা শাই হোপ ৪৬তম ওভারে ৮৮ রান করে মাঠ ছাড়েন, সুনিল আমব্রেসকে প্রস্তুতি নেয়ার সুযোগ করে দেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ - ৩০৩/৬, পোল ২১*, রেইফার ১৪*।ওভার ৮৬.৩, শফিউল ১ উইকেট, রাব্বি ১ উইকেট, নাঈম ২ উইকেট, সৌম্য ১ উইকেট।

পাওয়েল-হোপের ফিফটিঃ

পাওয়েল ৩৭ ও হোপ ৪৮ রানে অপরাজিত থেকে দিনের দ্বিতীয় সেশন শুরু করেন। মধ্যাহ্ন বিরতির আগের ধাঁচে ব্যাট করেই জোড়া ফিফটি তুলে নেন এই দুই উইন্ডিজ টপ অর্ডার ব্যাটসম্যান। একই সাথে দলের স্কোরও বাড়িয়ে নেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ