ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

টাইগারদের থাবায় কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ,৮৬ ওভার শেষে দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৮ ১৬:৫০:৫৫
টাইগারদের থাবায় কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ,৮৬ ওভার শেষে দেখুন সর্বশেষ স্কোর

রুবেলের চোখে টেস্টে পেসারদের দুর্বলতার কারণ

এর ফলে দলীয় ২৭৬ রানে ষষ্ঠ উইকটের পতনে কিছুটা বিপাকে সফরকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৬ ওভারের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ৩০৩ রান।

চা পানের বিরতির পর রস্টন চেজ ও শিমরন হেটমায়ার আবারও জমিয়ে ফেলেছিলেন জুটি। চতুর্থ উইকেট জুটিতে দেখেশুনে খেলে দলের রানের চাকা বাড়িয়ে নিচ্ছিলেন এ দুজন। অবশেষে আক্রমণে এসে জুটি বিচ্ছিন্ন করেছেন নাঈম হাসান।

এর আগে শাই হোপের ব্যক্তিগত ৮৮ রানে মাঠ ছেড়ে যাওয়ার পর ফজলে রাব্বি দারুণ এক ডেলিভারিতে কিরন পাওয়েলকে ব্যক্তিগত ৭২ রানে জাকির হাসানের ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরানোর পর দুর্দান্ত এক ডেলিভারিতে সুনীল অ্যামব্রিসকে সরাসরি বোল্ড করে স্বস্তি নিয়ে চা পানের বিরতিতে যায় স্বাগতিক বিসিবি একাদশ।

স্বাগতিক বোলারদের মধ্যে এখনো অবধি সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন নাঈম হাসান। ২২ ওভার বল করে ৮৭ রান খরচায় উইকেট দুটি শিকার করেছেন তিনি। তাছাড়া শফিউল ১০ ওভার বল করে ৩ মেডেনসহ ২৩ রান খরচায় ১ উইকেট ও ফজলে রাব্বি ৫ ওভার হাত ঘুরিয়ে ১১ খরচায় নিজের প্রাপ্তির খাতায় যোগ করেছেন একটি উইকেট। সবশেষ তাদের পাশে যুক্ত হলেন সৌম্য ও রুবেল।

এ তিন বোলারের পাশাপাশি এবাদত হোসেন, রবিউল হক, রিশাদ হোসেন ম্যাচে বল করলেও এখনো অবধি মুখ দেখেননি সাফল্যের।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-প্রথম দিন, দ্বিতীয় সেশনউইন্ডিজ: প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৮১ রান।ব্র্যাথওয়েট ৬, হোপ ৮৮ (রিটায়ার্ড হার্ট), পাওয়েল ৭২, অ্যামব্রিস ১৭, চেজ ৩৫*, হেটমায়ার ২৪; শফিউল ১০-৩-২৩-১, নাঈম ২২-২-৮৭-১, রাব্বি ৫-১-১১-১।

টস: উইন্ডিজ। জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ