ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বিয়ের পর দেশে ফিরেই কোথায় চললেন দীপিকা-রণবীর,দেখুন ভিডিওসহ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৮ ১৬:০২:০২
বিয়ের পর দেশে ফিরেই কোথায় চললেন দীপিকা-রণবীর,দেখুন ভিডিওসহ

মিলান থেক চার ঘণ্টার বিমানযাত্রা সেরে মুম্বাইতে দীপ-বীর যখন পা রাখলেন, ঘড়িতে তখন ভারতীয় সময় সকাল আটটা। এ দিন দীপিকা রণবীর— দুজনেই এথনিক পোশাকে ধরা দিলেন সাংবাদিকদের। ঘিয়ে রংয়ের পাঞ্জাবি আর লাল সিল্কের পোশাকে রণবীরের পাশে দীপিকাকে নতুন সাজে দেখে স্বাভাবিক ভাবেই উদ্বেল হয়ে যান বিমানবন্দরে উপস্থিত ভক্তরা। দীপিকাও রণবীরের সঙ্গে ম্যাচ করে ঘিয়ে চুড়িদার ও লাল স্টোল পরেছিলেন। দু’জনের চোখেই ছিল কালো সানগ্লাস।এই সময়ে সাংবাদিকরা ছবি তোলা শুরু করলে, সাংবাদিকদের ন্যূনতম দূরত্ব রক্ষা করতে অনুরোধ করেন রণবীর। এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা রণবীরের বাড়ি যান দীপ-বীর। সেখানে তাঁদের অভ্যর্থনা করেন রণবীরের পরিবার। এরপরেও চলে গাড়ির পিছনে ধাওয়া করে আসা সাংবাদিকদের মন রাখার পালা। সাংবাদিকদদের অনুরোধে আবাসন থেকে বেরিয়ে আরেক দফা পোজ দেন দীপ-বীর। সেই ভিডিওটিও ছড়িয়ে পড়তে সময় নেয়নি। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন মানব মঙ্গলানি।

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর বেঙ্গালেরুতে দীপ-বীরের প্রথম রিসেপশন। এর পরে আর এক প্রস্থ চাঁদের হাট বসবে ২৮ নভেম্বর, মুম্বইতে।

ভিডিওটি দেখতে এখানেক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে