ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

পরপর ৪ উইকেট তুলে নিলো টাইগারর,দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৮ ১৫:৫০:৫৯
পরপর ৪ উইকেট তুলে নিলো টাইগারর,দেখুন সর্বশেষ স্কোর

লিটন, সৌম্য ও জাকিরের অবিশ্বাস্য ক্যাচঃ

ক্রেইগ ব্র্যাথওয়েটের প্রথম উইকেট পতনের পর শাই হোপ মাঠ ছাড়া ব্যতীত ম্যাচের দুই সেশনে বিসিবি একাদশের অর্জনের কিছু ছিল না। কিন্তু ইনিংসের ৫০তম ওভারে আসে জাদুকরী মুহূর্ত। পার্ট টাইমার রাব্বির বাঁহাতি স্পিনে সুইপ খেলার চেষ্টায় ব্যর্থ পাওয়েল ব্যাট ছুঁইয়ে কিপার লিটনের গ্লাভসে বন্ধি হতে পারতেন, কিন্তু বল লিটনের গ্লাভস স্পর্শ করে প্রথম স্লিপে থাকা সৌম্যর হাত হয়ে যায় শর্ট লেগে থাকা জাকির হাসানের তালুতে। তিন জনের সম্মিলিত প্রয়াসে ফিরতে হয় ৭২ রানের ঝলমলে ইনিংস খেলা পাওয়েলকে।

হোপের স্বেচ্ছায় অবসরঃ

দারুন খেলতে থাকা শাই হোপ ৪৬তম ওভারে ৮৮ রান করে মাঠ ছাড়েন, সুনিল আমব্রেসকে প্রস্তুতি নেয়ার সুযোগ করে দেন তিনি।

পাওয়েল-হোপের ফিফটিঃপাওয়েল ৩৭ ও হোপ ৪৮ রানে অপরাজিত থেকে দিনের দ্বিতীয় সেশন শুরু করেন। মধ্যাহ্ন বিরতির আগের ধাঁচে ব্যাট করেই জোড়া ফিফটি তুলে নেন এই দুই উইন্ডিজ টপ অর্ডার ব্যাটসম্যান। একই সাথে দলের স্কোরও বাড়িয়ে নেন।

প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের দাপটঃদুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনের শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত হাসি মুখে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পেসারদের পর স্পিনারদের বিপক্ষে, বিশেষ করে অফস্পিনার নাঈম হাসানের বোলিংয়ে রান আদায় করে নিয়েছেন দুই ব্যাটসম্যান পাওয়েল ও হোপ।

জুটিতে ওয়েস্ট ইন্ডিজের জবাবঃপ্রথম উইকেট পতনের পর জুটিতে প্রতিরোধ গড়ে সফরকারীরা। শাই হোপ আগ্রাসী ব্যাটিং করে রান বাড়িয়ে নেন। ইনিংসের ১৬তম ওভারে নাঈম হাসানের বলে ছয় হাঁকিয়ে দলের স্কোর অর্ধশত ছাড়া করেন তিনি।

শফিউলের আঘাতঃবেশীক্ষণ স্থায়ী হয়নি বাঁহাতি ওপেনার ব্র্যাথওয়েটের ইনিংস। ৬ রান করে ইনিংসের সপ্তম ওভারে শফিউলের বলে কট বিহাইন্ড হন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ - ২৩৯/৪, চেইস ২৭* ডওরিচ ০*। ওভার ৭১, শফিউল ১ উইকেট, রাব্বি ১ উইকেট, নাঈম ২ উইকেট।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ