ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

৫৮ ওভার শেষে দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৮ ১৫:১৬:১৩
৫৮ ওভার শেষে দেখুন সর্বশেষ স্কোর

স্বস্তি নিয়েই দ্বিতীয় সেশনের খেলা শেষ করলো বিসিবি একাদশ।

এর আগে মধ্যাহ্ন ভোজনের বিরতির আগে ঠিক যেভাবে ইনিংস শেষ করেছিল বিরতির পর ঠিক একইভাবে আবারও ইনিংস শুরু করেনশাই হোপ ও পাওয়েল। অর্ধশতক পেরিয়ে সময় গড়ানোর পরিক্রমায় খোলস ছেড়ে আরও ভয়ঙ্কর রুপ ধারণ করতে থাকেন তারা। একই সাথে দলকে বড় সংগ্রহের স্বপ্নও এনে দেন এ দুজন।

দলের বাকি ব্যাটসম্যানদের সুযোগ করে দিতে ব্যক্তিগত ৮৮ রানে হোপের স্বেচ্ছায় মাঠ ছেড়ে যাওয়ার পর ফজলে রাব্বি পাওয়েল আউট করলে স্বস্তি ধরা দেয় স্বাগতিক শিবিরে। এর কিছুক্ষণ বাদেই সেই স্বস্তির মাত্রা বাড়িয়ে দেন উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দলে ডাক পাওয়া অফস্পিনার নাঈম।

১৭ রান করে অ্যামব্রিস আউট হলে দলীয় ২০০ রানে তৃতীয় উইকেটের পতনের মধ্য দিয়ে দ্বিতীয় সেশনের খেলা শেষ করে ক্যারিবীয়রা।

এর আগে বিসিবি একাদশের অধিনায়ক রুবেল হোসেনের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করলেও বেশিক্ষণ স্থায়িত্ব হয়নি উইন্ডিজের উদ্বোধনী জুটির। ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলে সফরকারী দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে সরাসরি বোল্ড করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন পেসার শফিউল ইসলাম। দলীয় ১১ রানে প্রথম উইকেট পতনের পর শাই হোপ ও কিরন পাওয়েলের ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে প্রতিরোধ গড়ে তুলে ক্যারিবীয়রা।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-প্রথম দিন, দ্বিতীয় সেশনউইন্ডিজ: প্রথম ইনিংসে ৩ উইকেটে ২০০ রান।ব্র্যাথওয়েট ৬, হোপ ৮৮ (রিটায়ার্ড হার্ট), পাওয়েল ৭২, অ্যামব্রিস ১৭, চেজ ২*; হিটমাইর ০* শফিউল ১০-৩-২৩-১, নাঈম ১৫-২-৬৪-১, রাব্বি ৫-১-১১-১।

টস: উইন্ডিজ। জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ