ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

নিজেদের খোড়া গর্তে নিজেরাই ধরা পড়ল হাথুরুর শ্রীলংকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৮ ১২:০০:৩৪
নিজেদের খোড়া গর্তে নিজেরাই ধরা পড়ল হাথুরুর শ্রীলংকা

ম্যাচের পঞ্চম দিন সকালে শ্রীলঙ্কার আশার প্রদীপ হয়ে টিকে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। কিন্তু তাকে ফেরাতে খুব একটা সময় নেননি ডানহাতি অফস্পিনার মঈন আলি। দিনের পঞ্চম ওভারে ডিকভেলাকে স্লিপে ক্যাচে পরিণত করে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেন তিনি।

একই ওভারে লঙ্কান অধিনায়ক সুরঙ্গা লাকমলকে ফিরিয়ে দেন মঈন। তখন জ্যাক লিচ ও মঈন- দুজনেরই উইকেটসংখ্যা ৪। কে নেবেন পাঁচ উইকেট? এমন এক সুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে যায় মাঠে। অভিজ্ঞ মঈনকে টেক্কা দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট দখল করেন লিচ।

শুধু তাই নয়। দুই ইনিংস মিলে লংকানদের ১৯ উইকেটই তুলে নেন ইংলিশ স্পিনাররা। অন্যটি যায় রানআউটের খাতায়। ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো কোনো টেস্ট ম্যাচে উইকেটশূন্য থাকেন ইংলিশ পেসাররা। ইংল্যান্ডের জন্য স্পিনের ফাঁদ পেতে, সে ফাঁদে ধরা পড়ে যায় শ্রীলঙ্কানরাই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ