ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

স্কোয়াডে না থেকেও খেলছেন লিটন ২৫ ওভার শেষে স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৮ ১১:৩২:৫৫
স্কোয়াডে না থেকেও খেলছেন লিটন ২৫ ওভার শেষে স্কোর

অথচ এই প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডেই ছিলেন না উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন। কিন্তু তাঁকে গ্লাভস হাতে উইকেটের পেছনের দায়িত্বে বিসিবি একাদশের হয়ে মাঠে দেখা যায়।

শুধু তাই নয়, ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডেও জায়গা হয়নি লিটনের। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে মলিন পারফর্মেন্সের দরুন জাতীয় দলের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি।

এদিকে টস জিতে বিসিবি একাদশের বিপক্ষে ব্যাটিং করছে সফরকারীরা। দিনের শুরুতে শফিউল ইসলামের বলে উইকেট হারালেও নিজেদের ভালোভাবেই গুছিয়ে নিয়েছে ক্যারিবিয়ানরা।

ইতিমধ্যে ১৬ ওভার খেলে এক উইকেটে ৫১ রান সংগ্রহ করে নিয়েছে দলটি। বর্তমানে দলের হয়ে ব্যাটিং করছেন পাওয়েল (২৫*) এবং হোপ (৪৭*)।

বিসিবি একাদশ স্কোয়াডঃ

রুবেল হোসেন (ক্যাপ্টেন), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বী, এবদাত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিথুন, রিশাদ আহমেদ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ