ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

যে কারনে উইন্ডিজ দলেকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৭ ২২:৫৭:১৭
যে কারনে উইন্ডিজ দলেকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে বিসিবি

২০১১ বিশ্বকাপ চলাকালীন ক্যারিবিয়ান ক্রিকেটারদের বহনকারী বাসে পাথর নিক্ষেপ করে কিছু ক্ষুব্ধ দর্শক। এর দু বছর পর, অনূর্ধ্ব ১৯ দলের সিরিজ চলাকালীন চট্টগ্রামে টিম হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায়, সফর শেষ না করেই দেশে ফিরে যায় ওয়েস্ট ইন্ডিজ দল।

ক'দিন বাদেই একাদশ জাতীয় নির্বাচন। যে কোনো মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি হতে পারে উত্তপ্ত। যেখানে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিও সামনে আসে। তবে এবার কোনো অপ্রীতিকর ঘটনার সাক্ষী হতে চায় না বিসিবি।

বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিটিং করেছি। নিরাপত্তা নিয়ে কোন সমস্যা নেই। তারা সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা দেবে হোম মিনিস্ট্রি জানে যে, এখানে কী ধরনের নিরাপত্তা দরকার সেই ধরণের ব্যবস্থা নেয়া হবে।'

এদিকে সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে হারলেও, ঢাকায় স্বরূপে ফেরে টাইগাররা। কিন্তু প্রতিপক্ষ হিসেবে ক্যারিবিয়ানরা যে কঠিন চ্যালেঞ্জ জানাবে তা সহজেই অনুমেয়। তারপরও ঘরের মাঠে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন বিসিবির এই পরিচালক।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ