ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

যে কারনে লিটন দাসকে বাদ দিয়ে সৌম্য সরকারকে দলে নেওয়া হলো 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৭ ২১:৪৬:৪১
যে কারনে লিটন দাসকে বাদ দিয়ে সৌম্য সরকারকে দলে নেওয়া হলো 

সেই দলে জায়গা পাননি দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। মূলত অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে ব্যাট হাতে মাত্র ৪৭ রান করেছেন তিনি। আর এ কারণেই এবার দল থেকে বাদ পড়েছেন তিনি।

এদিকে দলে ডাক পেয়েছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) গত আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৫ ম্যাচে ৬৭.২৮ গড়ে ৪৭১ রান করে এবার দলে ডাক পেয়েছেন সৌম্য।

লিটনকে বাদ দেওয়া ও সৌম্যকে দলে জায়গা দেওয়া নিয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘লিটন তেমন রানের মধ্যে নেই, সুতরাং আমরা সৌম্যকে সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি যে সম্প্রতি অসাধারণ পারফর্ম করছে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ