ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

 যে কারনে ওয়ার্নারের চোখে কোহলিরাই এগিয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৭ ২১:৩২:২০
 যে কারনে ওয়ার্নারের চোখে কোহলিরাই এগিয়ে

'আমার কাছে মনে হচ্ছে ভারত এবার অস্ট্রেলিয়াতে ফেভারিট দল হিসেবেই এসেছে। অস্ট্রেলিয়ার ব্যাটিং সব ধরণের ফরম্যাটেই খারাপ হচ্ছে। তাঁদের এখান থেকে নিজেদের বের করে আনতে হবে।

'ভারতীয় দল এই মুহূর্তে রক্তের গন্ধ পাচ্ছে (প্রতিপক্ষের দুর্বলতার পুরো সুযোগ নিতে চাওয়া)। তাঁরা অস্ট্রেলিয়াকে ভয় করে না।'; ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আরও জানিয়েছেন কিংবদন্তী এই লেগস্পিনার।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার পারফর্মেন্সে খুবই বিরক্ত ওয়ার্ন। কিছুদিন আগেও তিনি বলেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে তিন ফরম্যাটের যোগ্য অধিনায়ক খুঁজতে।

এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পরে একমাত্র টি-টুয়েন্টিতেও অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় মেজাজ হারিয়েছেন তিনি।

চার ম্যাচের টেস্ট সিরিজে শুধু নয়, ওয়ানডে বা টি-টুয়েন্টিতেও অস্ট্রেলিয়া থেকে অনেক বেশি এগিয়ে থাকবে ভারত, এমনটা মনে করছেন তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ