ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সাইকেলের প্যাডেল মেরে ক্রিকেট স্টেডিয়ামে আসার কারন জানালেন তাইজুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৭ ২১:১৪:০৮
সাইকেলের প্যাডেল মেরে ক্রিকেট স্টেডিয়ামে আসার কারন জানালেন তাইজুল

নিতান্তই সাদাসিধে, কথাবার্তায় তারকাসুলভ কোনো ব্যাপার নেই। জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররাও যেখানে সাধারণত ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেলে চলাফেরা করেন, সেখানে তাইজুলকে সাইকেলের প্যাডেল মেরে অনেক সময় আসতে দেখা যায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তবে তাইজুলকে মাঠের লড়াইয়ে বড় তারকাই মানতে হবে। মাঠের বাইরে সাধাসিধে জীবনযাপন, ২২ গজে ফণা তোলেন বাঁহাতি স্পিনে। টেস্ট-ওয়ানডে দুটিতেই তাঁর মতো স্বপ্নের সূচনা খুব কম ক্রিকেটারেরই হয়েছে। টেস্ট অভিষেকে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ডও এই বাঁহাতি স্পিনারের। ওয়ানডে অভিষেকেই যে হ্যাটট্রিক করা যায়, সেটিও তাইজুলই প্রথম দেখিয়েছেন সবাইকে।

সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টানা তিন ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। মাত্র ১ উইকেটের জন্য এক সিরিজে মেহেদী হাসান মিরাজের সর্বোচ্চ ১৯ উইকেটের রেকর্ড স্পর্শ করতে পারেননি। তবে সিরিজসেরা হয়েছেন। এই সিরিজ দিয়ে বাংলাদেশের দ্রুততম (২০ টেস্টে) ৭৫ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। এত সব কীর্তি যে বোলারের, তবু কেন তাঁর পাদপ্রদীপের আলোয় আসা হয় না, সে এক গবেষণার বিষয়।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ