ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

রিয়ালের আরেক তারকাকে নিতেজাচ্ছে জুভেন্টাস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৭ ২০:২৮:১৬
রিয়ালের আরেক তারকাকে নিতেজাচ্ছে জুভেন্টাস

জুভেন্টাসের প্রতি রিয়ালভক্তদের 'ক্রোধে'র পরিমান হয়তো এবার জ্যামিতিক হারেই বাড়বে! রিয়ালের আরেক তারকার ওপর যে নজর পড়েছে জুভাদের। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাসকে পেতে চাইছে জুভেন্টাস। ইতালি গণমাধ্যমের দাবি, নাভাসের জন্য নাকি প্রস্তাব দেওয়ার কথাও ভেবেছে ইতালির শীর্ষ ক্লাবটি।

লেভান্তে থেকে ২০১৪ সালে রিয়ালে নাম লেখান নাভাস। ইকার ক্যাসিয়াসের মতো গোলরক্ষককে পেছনে ফেলে রিয়ালের একাদশে জায়গা করে নিয়েছিলেন। দীর্ঘদিন দক্ষ হস্তে রিয়ালের গোলবার পাহাড়া দিয়েছেন।

কিন্তু উচ্চতার দিক দিকে একটু কম বলে রিয়ালে কখনোই ষোলো আনা মর্যাদা পাননি নাভাস। গত মৌসুমে তার জায়গায় ডেভিড গিয়াকে নিয়ে আসার জন্য উঠেপড়ে লেগেছিল রিয়াল। শেষপর্যন্ত সেই চেষ্টা সফল না হলেও এবার থিবো কোর্তোয়াকে কিনে এনেছে রিয়াল।

কোর্তোয়ার আবির্ভাবে রিয়ালের গোলবারের নিচে অনেকটাই অনিয়মিত নাভাস। তবে নাভাস যে পরিকল্পনার বড় অংশ সেটা অনেকবারই বলেছে রিয়াল কর্তৃপক্ষ। কিন্তু নাভাসের এই অনিয়মিত হয়ে পড়ার সুযোগটা নিতে চাচ্ছে জুভেন্টাস। তাকে বুঝিয়ে রিয়াল থেকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে ইতালির ক্লাবটি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ