ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

সালাহর গোলে মিশরের নাটকীয় জয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৭ ১৯:০৯:৫৬
সালাহর গোলে মিশরের নাটকীয় জয়

শুরুর দুঃস্বপ্ন পেছনে ফেলে ক্লাবের জার্সিতে করছেন একের পর এক গোল। জাতীয় দল মিশরের জার্সিতেও চেনারূপে হাজির হলেন সালাহ। আরো একবার দলের ত্রাণকর্তা হিসেবে হাজির হলেন লিভারপুল ফরওয়ার্ড। শুক্রবার শেষ মুহূর্তে গোল করে জেতালেন মিশরকে।

তাতে আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে জয়ের ধারা অব্যাহত থাকল সালাহদের। নাটকীয় ম্যাচে তিউনিশিয়াকে ৩-২ গোলে হারিয়েছে মিশর। এই জয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে উঠে গেলেন সালাহরা। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট তিউনিশিয়ারও। দুটো দলই মূলপর্ব আগেই নিশ্চিত করে ফেলেছে।

তিউনিশিয়ার পক্ষে দুটি গোলই করেছেন নাইম স্লিতি। মিশরের প্রথম গোল দুটির মালিক ত্রেজেগেট এবং বাহের এল মোহামাদি। ম্যাচটা ২-২ গোলে ড্রয়েরই আভাস দিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে গোল করে মিশরকে নাটকীয় জয় উপহার দেন সালাহ।

আন্তর্জাতিক ফুটবলে এনিয়ে টানা আট ম্যাচে গোল করলেন লিভারপুল ফরওয়ার্ড। সবশেষ আট ম্যাচে দশ গোল হলো তার। মিশরের জার্সিতে সবমিলিয়ে সালাহর গোল সংখ্যা ৩৯টি।

প্রসঙ্গত, আগামী বছরের ১৫ জুন শুরু হবে আফ্রিকান নেশনস কাপের পরবর্তী আসর। ১৩ জুলাই অনুষ্ঠিত হবে শিরোপা লড়াই। টুর্নামেন্টের এতটুকুই চূড়ান্ত হয়েছে। পূর্ণাঙ্গ সূচি অবশ্য কয়েক সপ্তাহ পরই ঘোষণা করার কথা রয়েছে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ