ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘একবার নির্বাচন বয়কট করে যে খেসারত দিয়েছি তা আর দেবো না’

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৭ ১৮:৩২:০৯
‘একবার নির্বাচন বয়কট করে যে খেসারত দিয়েছি তা আর দেবো না’

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বেগম খালেদা জিয়া'র মুক্তি ও স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে মহাসমাবেশে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারে নির্বাচন নিয়ে সরকারের পাতানো ফাঁদে পা দেবে না ঐক্যফ্রন্ট।

তিনি বলেন, ‘এই নির্বাচনে যদি গণতন্ত্রকামী জনগণ বিজয়ী হতে না পারি তাহলে চিরতরে বিচার ব্যবস্থা চলে যাবে একটা দলের হাতে, গণতন্ত্র চলে যাবে একটা দলের হাতে। সেই কথাটি আমাদের সবসময় মনে রাখতে হবে। এজন্য এই নির্বাচনে আমাদের সমস্ত জনগোষ্ঠীকে এক করে মুক্তিযুদ্ধের যে অর্জন সেটাকে রক্ষা করবার জন্য জয়ী হতেই আন্দোলন করতে হবে।’

পরে জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন জানান যত ষড়যন্ত্রই হোক নির্বাচনী মাঠ ছাড়বে না ঐক্যফ্রন্ট।

তিনি বলেন, ‘অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। নির্বাচন আমরা বয়কট করবো না। একবার করে আমাদের যে খেসারত দিতে হয়েছে এটা যেন কোনোদিন দিতে না হয়। একটা দলের নেত্রী সরকারের প্রধান থাকবেন, আরেক দলের নেত্রীকে সে সেন্ট্রাল জেলে রুম খালি করে বসিয়ে অপমান করা হবে এটা একদমই মেনে নেয়া যায় না।’

এর আগে সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন ঐক্যফ্রন্ট নেতারা। পরে নির্বাচনকে ঘিরে চলমান সংকট আন্দোলনের মাধ্যমে সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তারা। সুষ্ঠু নির্বাচন হলে জয় সুনিশ্চিত বলেও দাবি করেন তারা।

সুত্রঃ somoynews.tv

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে