মওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলে ঐক্যফ্রন্টের নেতারা
পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ, মওলানা ভাসানী রিসার্চ সেন্টার, বিশবিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যসোসিয়েশন, কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, মাভাবিপ্রবি ছাত্রলীগ, ভাসানী পরিষদ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, টাঙ্গাইল প্রেসক্লাব, ভাসানী ফাউন্ডেশন, ভাসানীর পরিবার বর্গ, ন্যাপ ভাসানী, খোদাই খেদমতগারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মওলানা ভাসানীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে টাঙ্গাইলের সন্তোষে যান ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তারা ভাসানীর মাজারে পুস্পস্তবক অপর্ণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
পরে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, এদেশে যতগুলো আন্দোলন, সংগ্রাম হয়েছে তার সবগুলোতে মূল নেতৃত্ব দিয়েছিলেন মওলানা ভাসানী। তিনি আমাদের নেতা, বঙ্গবন্ধুরও গুরু। তিনি আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি যে শিক্ষা ও প্রেরণা দিয়েছিলেন তা আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। সন্তোষ থেকে সারা বাংলাদেশে এই প্রেরণার আলো ছড়িয়ে দিতে হবে।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, বাংলাদেশে যে কালো মেঘ জমেছে তা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এদেশের মানুষ তার নাগরিক অধিকার পাবে। তাদের মানবিক মর্যাদা ও মৃত্যুর স্বাভাবিক গ্যারান্টি পাবে।
বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতিতে নির্বাচন করছি। এ নির্বাচন জনগণের নির্বাচন। তৃণমূল মানুষের লড়াইয়ের ফসল হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের নির্বাচন থেকে সরানোর জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হচ্ছে। আমরা নির্বাচন থেকে সরতে চাই না। বেগম খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর, কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- বিপিএল মাতিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছেন দুই জন
- ১৪৪ ধারা জারি
- সমন্বয়ক সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- এক ম্যাচের জন্য যত টাকা নিলেন রাসেল-জেমস ভিন্স-টিম ডেভিড
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আহত সারজিস আলম
- বিপিএলের ৮ ম্যাচে ফিক্সিং সন্দেহ, ফিক্সিংয়ে সন্দেহভাজন ক্রিকেটারদের তালিকা প্রকাশ
- ফরচুন বরিশালের একাদশ
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুরের পর আজহারী স্ট্যাটাস
- গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ সাকিব
- বিপিএল ফাইনাল ম্যাচের সময় সূচি
- ফাইনাল ম্যাচের জন্য ফরচুন বরিশালের একাদশ
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট
- কোয়ালিফায়ার ম্যাচের জন্য খুলনা টাইগার্সের সম্ভাব্য সেরা একাদশ
- ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ডিপজল গ্রেপ্তার