ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

যে ভয়ে ড. কামাল কথা বলতে পারছেন না : হানিফ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৭ ১৬:৫২:৩৩
যে ভয়ে ড. কামাল কথা বলতে পারছেন না : হানিফ

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ এক ও অভিন্ন’ শীর্ষক একটি বইয়ের পাঠ ও আলোচনা অনুষ্ঠানে হানিফ এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে হানিফ বলেন, ড. কামাল হোসেন ১৯৮১ সালের ১৫ নভেম্বর বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদে নির্বাচন করে হেরেছিলেন। তখন বিএনপির বিরুদ্ধে নানা ধরনের কথা বলেছিলেন। আর সেই কামাল হোসেন এখন বিএনপির হয়ে রাজপথে নেমেছেন। তার কোনো নীতি-আদর্শ নেই বলেই জনগণ মনে করে।

নয়াপল্টনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, নয়াপল্টনে পুলিশের ওপর হামলা হয়েছে। তাদের গাড়ি পোড়ানো হয়েছে। তবে ড. কামাল হোসেন এ নিয়ে কোনো কথা বলছেন না। কেননা লন্ডনের ভয়েই তিনি কথা বলতে পারছেন না। একইভাবে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবাই ভদ্রলোক ও সজ্জন হিসেবে মনে করেন। তিনিও নয়াপল্টনে পুলিশের ওপর হামলার ঘটনায় নির্লজ্জ মিথ্যাচার করেছেন। তিনিও লন্ডনের ভয়েই কোনো কথা বলতে পারছেন না।

সুত্রঃ- কালের কন্ঠ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে