ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সংসদ নির্বাচনে মাশরাফি: ক্রিকেট বোর্ডের কোনো বাধানিষেধ আছে?

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৭ ১৬:৩৫:০৮
সংসদ নির্বাচনে মাশরাফি: ক্রিকেট বোর্ডের কোনো বাধানিষেধ আছে?

বিশেষ করে মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে দেখা গিয়েছে নানা ধরণের প্রতিক্রিয়া।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জান্নাতুল নাইম শাওলিন ক্রিকেটারদের রাজনীতিতে জড়ানোর বিষয়টিকে নেতিবাচক বলে মনে করেন।

তিনি বলেন, "আমার মনে হয়না ক্রিকেটাররা রাজনীতিতে আসলে কোন ভাল করতে পারবে। তারা ক্রিকেট নিয়েই যদি থাকে, তাহলে তারা ভাল করতে পারবে। আর তারা যদি রাজনীতিতে জড়িয়ে যায় তাহলে অনেক কম্প্লিকেটেড হয়ে যাবে। যে তারা খেলাটা দেখবে নাকি রাজনীতিটা সামলাবে। তাই আমার মনে হয় তারা রাজনীতিতে না আসলেই ভাল"

তবে ভিন্ন ভাবে ভাবছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শেখ সাকিব ফেরদৌস। তার মতে তরুণ প্রজন্মকে রাজনীতিতে উদ্বুদ্ধ করতে ক্রিকেটাররা বড় ধরণের ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, "এই ক্রিকেটারটা নতুন প্রজন্মের জন্য একটা আইডল। সবাই তাদেরকে খুব ফলো করে। তারা তরুণ প্রজন্মের মনের ভাষাটা বোঝে, তারা কি চায় সেটা জানে, এসব নিয়ে তারা সংসদে আলোচনা করতে পারে। তাছাড়া রাজনীতির প্রতি তরুণ প্রজন্মের যে অনাগ্রহ, সেটা থেকে তাদেরকে বের করে আনতে এই ক্রিকেটারদের রাজনীতিতে আসাকে আমি ইতিবাচক-ভাবেই দেখছি।"

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে