ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

যে আসনে ১৯৭৩ সালের পর কখনোই জয় পায়নি নৌকা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৭ ১৬:১১:৪৪
যে আসনে ১৯৭৩ সালের পর কখনোই জয় পায়নি নৌকা

আর দলীয় মনোনয়ন নেওয়ার জন্য এলাকার সব মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা ঢাকায় দলীয় মনোনয়নপত্র জমা দেওয়া এবং দলের নীতি নির্ধারক নেতাদের দুয়ারে দুয়ারে ধর্না দিতে ব্যস্ত সময় পার করছেন।

এরিমধ্যে বগুড়া-২ আসনে মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আয়শা খাতুন, জেলা সদস্য আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সদস্য আকরাম হোসেন, আওয়ামী লীগ নেতা সৈয়দ ওয়ালী মোকারম চৌধুরী, জেলা যুবলীগ নেতা মোবাশ্বার হোসেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবদুল মোত্তালেব ও আবদুল করিম এবং স্বেচ্ছাসেবকলীগের সদস্য উজ্জল প্রসাদ কানু।

অন্যদিকে বগুড়া-২ আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, সাবেক এমপি একেএম হাফিজুর রহমান, সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি ও বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সাবেক এমপি ও শিবগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা শাহাদাতুজ্জামান। এবং ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এই আসনটিতে বিএনপি জয়ী হওয়াকে এগিয়ে রাখছেন রাজনৈতিকি বিশ্লেষকরা। কারণ ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনের পর আর কখনো এখানে ‘নৌকা’ জেতেনি। গত নির্বাচনে জাপার শরিফুল ইসলাম মহাজোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন। ২০০৮ সালে বিএনপির এ কে এম হাফিজুর রহমানের কাছে ৪৫ হাজার ৮৭১ ভোটে হেরেছিলেন তিনি। ২০০১ সালে জয় পান বিএনপির রেজাউল বারী। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাহমুদুর রহমান ৪৭ হাজার ৮১৯ ভোট পেয়ে দ্বিতীয় হন। এ আসনে বর্তমানে ভোটার ২ লাখ ৯৬ হাজার ৪০৯।

এই আসনটি নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে দ্বন্দ্ব অনেক দিনের। এবারও দুই সাবেক সাংসদ বিএনপির হাফিজুর রহমান ও জামায়াতের মাওলানা শাহাদাতুজ্জামান প্রার্থী হতে চান। কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার আসনও এটি।

ডাকসুর সাবেক ভিপি মান্না’ ৯১ থেকে তিনবার এ আসনে নির্বাচন করেছেন। প্রথমবার জনতা মুক্তি পার্টির হয়ে, পরের দুবার ছিলেন আওয়ামী লীগের প্রার্থী। জিততে পারেননি একবারও। তবে ঐক্যফ্রন্টের প্রার্থী হলে বিএনপি–জামায়াতের সমর্থন কাজে লাগিয়ে আগামী নির্বাচনে এগিয়ে থাকবেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে