ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

কি এই বড় দু:সংবাদ যা কল্পনাও করেনি জার্মানী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৭ ১২:৩৬:৫৮
কি এই বড় দু:সংবাদ যা কল্পনাও করেনি জার্মানী

উয়েফা ন্যাশন কাপের মধ্যে চারভাগে ভাগ করা। লিগ এ, লিগ বি, লিগ সি এবং লিগ ডি। লিগ এ তে রয়েঠে চারটি গ্রুপ এবং প্রতিটি গ্রুপে রয়েছে তিনটি করে দল। গ্রুপে তিন নম্বরে থাকা দলটি অবনতি হয়ে নেমে যাবে লিগ বিতে। আর সেই অবনমন হলো চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানীরই।

লিগ এ এর গ্রুপ ১ এ তারা ৩ম্যাচে সংগ্রহ করেছে ১পয়েন্ট। দুই নম্বরে থাকা নেদারল্যান্ডের সংগ্রহ ৩ ম্যাচে ৬ পয়েন্ট। যার কারনে বাকি এক ম্যাচে জার্মানী জিতলেও কোন অদল বদল হবেনা পয়েন্টের।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ