ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ওর পারফরম্যান্স নিয়ে আমরাও চিন্তিত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৭ ১১:৪৭:১০
ওর পারফরম্যান্স নিয়ে আমরাও চিন্তিত

‘আসলে এটা কন্ডিশনের উপর নির্ভর করে। চট্টগ্রামের কন্ডিশনের উপর নির্ভর করেই দল বাছাই করা হবে। তবে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আসলে সাকিব-তামিম অনেক বড় ইস্যু। তাদের খেলা- না খেলার উপর অনেক কিছু নির্ভর করে।’

তাদের চারজনের পারফরম্যান্স নিয়ে তার মূল্যায়ন, ‘এটা নিয়ে এখনই সিদ্ধান্তে আসা একটু জলদি হয়ে যায়। তাদের প্রায় সবাই ওয়ানডে খেলেছে। কেউই একেবারে নতুন নয়। মিঠুন অনেকদিন ধরেই খেলছে। শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে খুব দারুণ একটা ইনিংস খেলেছে। খালেদ উইকেট না পেলেও বেশ ভালোই করেছে। সবমিলিয়ে তাদের ভবিষ্যত ভালো বলেই মনে হচ্ছে।’

এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত ভালো খেললেও টেস্টে খুব একটা ভালো কাটছে না লিটন দাসের। বিশেষ করে টপ অর্ডারে তার পারফরম্যান্স হতাশাজনক। এটা নিয়ে চিন্তিত নির্বাচকরাও।

‘ওর টপ অর্ডারে পারফরম্যান্স নিয়ে আমরাও চিন্তিত। দুটি টেস্টেই টপ অর্ডারে সে খুব একটা ভালো করতে পারেনি। তবে চারটা ইনিংস দেখেই সিদ্ধান্তে আসাটা মুশকিল। ওর প্রথম শ্রেণির পারফরম্যান্স কিন্তু দারুণ। ডাবল সেঞ্চুরিও আছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো খেলছে। ওই যে বললাম, আমাদের হাতে অপশন আছে। কাউকে হয়তো আলাদা করে টেস্টের জন্য বাছাই করা হবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ