ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

ঐক্যফ্রন্টের বৈঠক শেষে যা বললেন পত্রিকা সম্পাদকরা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৬ ২৩:৪৯:৪০
ঐক্যফ্রন্টের বৈঠক শেষে যা বললেন পত্রিকা সম্পাদকরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকার বিষয়ে শুক্রবার বিকালে সংবাদপত্রের ২৩ জন সম্পাদকের সাথে বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা।

বৈঠকে সম্পাদকরা শেষপর্যন্ত নির্বাচনী মাঠে থাকতে ঐক্যফ্রন্টের প্রতি আহ্বান জানান।

বৈঠকে ঐক্যফ্রন্টের নেতাদের কাছে সম্পাদকরা জানতে চান আগামি নির্বাচনের জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী। আগামি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ঐক্যফ্রন্টের অবস্থান সম্পর্কেও জানতে চান সম্পাদকরা।

ড. কামাল হোসেন বলেন, 'সরকারের যেমন কর্তব্য আছে তেমনি বিরোধী দল আমরা আমাদেরও কর্তব্য আছে।' নির্বাচনী সংবাদ প্রকাশে গণমাধ্যম নিরপেক্ষ থাকবে উল্লেখ করে সম্পাদকরা শেষ পর্যন্ত ঐক্যফ্রন্টকে নির্বাচনের মাঠে থাকার আহ্বান জানিয়েছে।

আগামি নির্বাচনের আগেই বেসরকারী টেলিভিশনের প্রধানদের সঙ্গেও বৈঠক করবে ঐক্যফ্রন্ট।

এসময়, জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সভাপতি আ স ম আব্দুর রবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে