ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

'আল্লাহকে ভয় পাই, টাকা দিয়া ভোট কিনমু না’

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৬ ২২:৫৮:১৫
'আল্লাহকে ভয় পাই, টাকা দিয়া ভোট কিনমু না’

আওয়ামী লীগের এই প্রভাবশালী সাংসদ বলেন, 'আর যাই হোক ভোট কিনবো না। কারণ এতে প্রবলেম আমার না, প্রবলেম আপনার। আপনার বাচ্চার সুন্দর ভবিষ্যত আপনাকেই নির্ধারণ করতে হবে। কোন বাংলাদেশ চান আপনি, সেটা আপনাকে ভাবতে হবে। আপনি আফগানিস্তান মার্কা নাকি বাংলাদেশ চান, নাকি সিঙ্গাপুর-মালয়েশিয়ার চেয়েও উন্নত বাংলাদেশ চান সেটা আপনার সিদ্ধান্ত।

শামীম ওসমান আরও বলেন, 'আমি মানুষের পক্ষে মানুষকে খুশি করে আল্লাহকে খুশি করতে চাই। আমি মনে করি রাজনীতি একটা ইবাদত। আপনার বাড়ির আঙ্গিনায় কাটার গাছ লাগাবেন, না ফলের গাছ লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সামনে নির্বাচন। মাদক ব্যবসায়ী বা অসৎ জনপ্রতিনিধি নির্বাচন করলে এলাকা মাদকে ভরে যাবে। কাজেই আপনি কেমন জনপ্রতিনিধি নির্বাচন করবেন সেই সিদ্ধান্ত আপনার।'

যাচাই-বাছাই করে জনপ্রতিনিধি নির্বাচন করার পরামর্শ দিয়ে শামীম ওসমান বলেন, ‘অনেকে মসজিদে নামাজ পড়তে এসে মসজিদের মধ্যে সবার সামনেই অনুদান দেন, ভোট চান বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখিয়ে টাকা দেন। এভাবে ঈমান বিক্রি করবেন না। অন্যের সম্পর্কেও খোঁজ নেন, আমার সম্পর্কেও খোঁজ নেন। তারপর সিদ্ধান্ত নেন কাকে ভোট দেবেন।’

শামীম ওসমানের সঙ্গে এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সুত্রঃ24livenewspaper.com

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে