ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

মাশরাফির নির্বাচন প্রসঙ্গে নিয়ে মুখ খুল্লেন  এবার রংপুর রাইডার্সের মালিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৬ ২১:৫২:৫১
মাশরাফির নির্বাচন প্রসঙ্গে নিয়ে মুখ খুল্লেন  এবার রংপুর রাইডার্সের মালিক

আর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মাশরাফিকে শুভকামনা জানিয়েছেন দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সোবহান।

আজ শুক্রবার ১৬ নভেম্বর) রাজধানীর মিরপুরের সিটি ক্লাব মাঠে আয়োজিত অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ চলাকালে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি তার ওয়েল উইশার সবসময়। সারা বাংলাদেশও তাই। আমি তাকে শুভকামনা জানাই।’

এদিকে নির্বাচনে অংশ নিলে মাশরাফি বিপিএলে রংপুর রাইডার্সকে কতটা দিতে পারবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাশরাফি প্রফেশনাল খেলোয়াড়। সে টিম স্পিরিটে বিশ্বাসী। সে খেলাটাকে ভালোবাসে। আমার মনে হয়, সে টিমকে আগে প্রাধান্য দেবে, আর পলিটিক্স ক্যারিয়ারকেও দেবে। আমি এ বিষয় নিয়ে মোটেই চিন্তিত নই।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ