ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

টাঙ্গাইলে যে আসন থেকে মনোনয়নপত্র কিনলেন কাদের সিদ্দিকী

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৬ ২০:৫৩:৩৮
টাঙ্গাইলে যে আসন থেকে মনোনয়নপত্র কিনলেন কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে কাদের সিদ্দিকী ছাড়াও তার ছোট ভাই সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি আজাদ সিদ্দিকীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে এবং জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী), টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর), টাঙ্গাইল-৩ (ঘাটাইল) ও টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন।

আগামী ২৪ নভেম্বর মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে দলটির সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, কাদের সিদ্দিকী ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের নির্বাচনে তিনি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকেও নির্বাচনে অংশ নেন। সে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তার বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী। সুত্রঃ- বাংলনিউজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে