ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সাকিবের নির্বাচন প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন যা বললেন পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৬ ২০:০৮:২৪
সাকিবের নির্বাচন প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন যা বললেন পাপন

এদিকে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। তবে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মাশরাফি মনোনয়ন ফরম কিনলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন সাকিব।

নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান তিনি। জানা যায়, প্রধানমন্ত্রীর পরামর্শেই এই সিদ্ধান্ত নেন সাকিব। এদিকে সাকিবের নির্বাচন প্রসঙ্গে এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিবও নির্বাচনে আগ্রহী ছিল। আমরা মনে করি আরও ৪-৫ বছর সে জাতীয় দলে খেলতে পারবে। তাই তাকে এবার নির্বাচন করতে না করা হয়েছে। অপরদিকে মাশরাফি হয়তো বিশ্বকাপের পরই অবসরে যাবে, ফলে রাজনীতির মাঠে সে বেশি সময় দিতে পারবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ