ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শেষ দিনেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমুদ্র

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৬ ১৪:৫৩:২২
শেষ দিনেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমুদ্র

জানা গেছে শেষ দিনেও বেশ কয়েকজন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাছাড়া দলীয় প্রতীক ধানের শীষ হাতে নিয়ে কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন জড়ো হওয়া নেতাকর্মীরা। এর আগে বুধবারের সংঘর্ষের পর গতকাল বৃহস্পতিবার নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম ছিলো তবে আজ শুক্রবারসাপ্তাহিক ছুটি থাকায় রাস্তাঘাট ফাঁকা এবং নেতাকর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

বিপুলসংখ্যক নেতাকর্মীর জনসমাগমে নয়াপল্টন বা আশে পাশে কোথাও কোনো যানজটও দেখা দেয়নি। শান্তিপূর্ণভাবে চলছে মনোনয়ন ফরম কেনা ও জমাদান। সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও ৯টা থেকেই জমা নেওয়া শুরু হয় এবং ১০টা নাগাদ অর্ধশতাধিক মনোনয়ন ফরম জমা পড়েছে বলে জানা গেছে। বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলার কথা রয়েছে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সূত্রে জানা গেছে, সময় কিছুটা বাড়ানো হতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে