ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মোদি ও নিজের মধ্যে পার্থক্য নিয়ে একি বললেন হিরো আলম

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৬ ১৪:১৪:০১
মোদি ও নিজের মধ্যে পার্থক্য নিয়ে একি বললেন হিরো আলম

তবে এই বিদ্রুপ আলোচনা-সমালোচনাকে বিন্দুমাত্র আমোলে না নিয়ে উল্টো অনুপ্রেরণা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদাহরণ টেনেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের সব ব্যঙ্গকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘চা-এর দোকানদার থেকে নরেন্দ্র মোদি ভারতের মতো একটি বড় দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমি সংসদ নির্বাচনে লড়াই করতে চাইলে হিংসা হয় কেন? আমি এদেশের নাগরিক। সুন্দর বাংলাদেশ গড়তে আমিও ভূমিকা রাখতে পারি।’

বর্তমানে তিনি নিজেকে একজন আন্তর্জাতিক তারকা হিসেবে মনে করেন। দেশের ছবিতে কাজ করার পাশাপাশি ডাক পেয়েছেন বলিউড এবং কলকাতার ছবিতেও।

তিনি বলেন, ‘ফেসবুকে আমার প্রায় সাড়ে তিন লাখ ফলোয়ার। অথচ আমাকে অনেকে ব্যঙ্গ করছেন।’

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘হিরো আলম জীবনে কারো কোনো ক্ষতি করেনি। মানুষকে কথা দিয়েছিলাম, আবার নির্বাচনে নামলে জাতীয় সংসদের ভোটে প্রার্থী হব। এ জন্যই মনোনয়ন ফরম কিনেছি। হিরো আলম কাউকে কোন কথা দিলে তা রাখে।’

হিরো আলম এক সময় বগুড়ায় সিডির ব্যবসা করতেন। এরপর ঢাকায় এসে শুরু করেন ডিস লাইনের ব্যবসা। পরবর্তীতে নিজের খরচে বেশ কিছু মিউজিক ভিডিও-শর্টফিল্ম বানিয়ে ফেসবুক ও ইউটিউবে আপলোড করে। এরপরই রাতারাতি দেশব্যাপী পরিচিত মুখে পরিণত হন তিনি। সুযোগ পান বাংলা চলচ্চিত্রে অভিনয় করার। এরপর ডাক পান বলিউড এবং কলকাতার ছবিতেও।

আর নিজের জনপ্রিয়তা বাড়ার পর তার এলাকায় মেম্বার প্রার্থী হয়ে একাধিকবার নির্বাচন করেন হিরো আলম। যদিও প্রতিবারই হেরেছেন তিনি। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন। বগুড়া-৪ আসনের মনোনয়ন চেয়ে দলটির কেন্দ্রীয় কমিটিতে ফরম জমা দিয়েছেন জিরো থেকে হিরো হওয়া এ তারকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে