ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ইট মারার জবাব পাটকেলে দিবে ভারত যে কারনে বললেন কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৬ ১১:৫৬:৩৬
ইট মারার জবাব পাটকেলে দিবে ভারত যে কারনে বললেন কোহলি

কারণ এখন কোহলি জানেন তাঁর সামর্থ্য সম্পর্কে। জানেন কিভাবে উত্তেজিত হয়েও ভাল খেলা যায়। তাই অজিদের স্লেজিংয়ে ভিত নন তিনি। তবে ছেড়ে কথা বলবে না ভারত, ইটের জবাব পাটকেল দিয়ে দিবে তাঁরা।

কিন্তু স্লেজিংয়ে মনোযোগ দিয়ে নিজেদের শক্তি খরচ করতে নারাজ অধিনায়ক কোহলি। তাই আগ বাড়িয়ে স্লেজিং করতে চাইবে না ভারতীয়রা, জানিয়েছেন তিনি।

'আগে অপরিণত ছিলাম। কম বয়সে অনেক কিছু করেছি। এখন দলের স্বার্থই সবার আগে মাথায় থাকে। অধিনায়ক হিসেবে অন্য কোন কিছু নিয়ে ভাবার সময় থাকে না। নিজের সক্ষমতায় বিশ্বাস রয়েছে। উত্তেজিত হয়ে ওঠার কারণ না থাকলেও ভাল খেলতে পারব।

'আর আমরা সবসময় ফিরিয়ে দিয়েছি স্লেজিং। কখনই আমরা স্লেজিং শুরু করিনি। এবারও যতক্ষণ না অস্ট্রেলিয়া স্লেজিং শুরু করছে, আমরা কিছু করব না। কিন্তু, ওরা শুরু করলে, পাল্টা দেব আমরাও। মানসিক ভাবে আমাদের লড়াকু থাকতে হবে। এনার্জি নষ্ট করলে চলবে না,' ভারত ছেড়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার পূর্বে সংবাদ সম্মেলনে বলেছিলেন কোহলি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি, চারটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হবে ক্রিকেট বিশ্বের দুই শক্তিশালী দলের মাঠের লড়াই টি-টুয়েন্টি সিরিজ দিয়েই সফরটি শুরু করবে ভারত।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ