ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

২০১৯ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন ডি ভিলিয়ার্সের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৬ ০৯:৩৯:০০
২০১৯ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন ডি ভিলিয়ার্সের

জানা গেছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এবিডিকে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার অনুরোধ করেছে। আসন্ন আগামী ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবিডিও নাকি নিজের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনায় বসেছেন বলে জোর জল্পনা চলছে। তবে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান বুঝিয়ে দিলেন, তিনি ক্রিকেটের বাইরে থাকলেও তৈরি।

আরও একবার তার প্রমাণ হয়ে গেল। ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। জানা গেছে এক প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ৩১ বল খেলে করেন ৯৩ রান। এ থেকে বুঝাই যাচ্ছে তিনি ফিরে এসে কেমন ঝড় তুলেছিলেন!

এদিকে দেশের জার্সিতে ১১৪টি টেস্ট, ২২৮টি একদিন ও ৭৮টি টি-২০ ম্যাচ খেলা ডিভিলিয়ার্স খেলতে নেমেছিলেন এক প্র্যাকটিস ম্যাচে। সেই ম্যাচে এবিডির ঝোড়ো ব্যাটিং দেখে একবারও বোঝার উপায় ছিল না যে তিনি প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ