ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সংসদের ভিতরেই মন্ত্রীদের ধস্তাধস্তি ও মারামারি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৬ ০০:১০:৫২
সংসদের ভিতরেই মন্ত্রীদের ধস্তাধস্তি ও মারামারি

তিন ডজনের অধিক সাংসদ হাতাহাতি শুরু করলে কয়েকজন প্রতিপক্ষ লাথি মেরে তাদের মাটিতে ফেলে দেয়। অন্যদিকে রাজাপাকসের সমর্থক কয়েকজন সাংসদ পানির বোতল, বই ছুঁড়ে মারেন।

নতুন প্রধানমন্ত্রী রাজাপাকসে ও তার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হওয়ার পরদিনই সংসদে এ নিয়ে বিতর্ক শুরু হয়। শ্রীলঙ্কার স্পিকার কারু জয়সুরিয়া বলেছেন, ‘সংখ্যাগরিষ্ঠ সাংসদরা অনাস্থা জানানোর কারণে শ্রীলঙ্কায় এখন কোনো প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদ নেই।’

এদিকে মাহিন্দা রাজাপাকসে দাবি করেন, কণ্ঠভোটের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে অপসারণ করে দেয়ার কোনো ক্ষমতা স্পিকারের নেই।

সংসদের অনাস্থা ভোটের প্রতি ভিন্নমত পোষণ করে রাজাপাকসে বলেন, ‘ভোট গ্রহণ করা উচিৎ। তবে এ ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ কণ্ঠভোটের মাধ্যমে পাস করা উচিৎ নয়। ‘প্রধানমন্ত্রীর ও মন্ত্রিপরিষদ সদস্যদের অপসারণ বা নিয়োগের কোনো ক্ষমতা জয়সুরিয়ার নেই’, যোগ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, স্পিকার পক্ষপাতিত্ব করেছেন কারণ তিনি বহিষ্কৃত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নেতৃত্বাধীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির প্রতিনিধিত্ব করেন। রাজাপাকসে সংকট সমাধানের সর্বোত্তম উপায় হিসেবে নতুন নির্বাচনের আহ্বান জানান।

গত ২৬ অক্টোবর থেকে রাজনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। তখন মাইথ্রিপালা সিরিসেনা তার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে অপসারণ করে মাহিন্দা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে