ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

উইন্ডিজ সিরিজে তাকে আমরা দলে চাই: মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৫ ২১:৫০:৩৫
উইন্ডিজ সিরিজে তাকে আমরা দলে চাই: মাহমুদউল্লাহ

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘ইনশাল্লাহ মাশরাফি ভাইকে পাব, আশা করি। কারণ তিনি আমাদের ওয়ানডে অধিনায়ক। তিনি যদি সুস্থ থাকেন, অবশ্যই ওনাকে আমাদের মাঝে পাব। আর ওনাকে আমরা চাই।’

এদিকে মাশরাফিকে উইন্ডিজ সিরিজে পাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল ইসলাম পাপন বলেন, ‘এটা তো কঠিন প্রশ্ন। কিন্তু বিশ্বকাপে পাওয়া যাবে, আমি যতটুকু জানি। ওর নির্বাচনের ইস্যু যেটা হচ্ছে, টাইমিং যদি দেখেন, ওর নমিনেশন পেপার সাবমিট করার তারিখ আছে, কবে ফরম পূরণ করবে, ওর ওখানে কি প্রোগ্রাম করবে, আমি কিছু জানি না।’

তিনি আরো বলেন, ‘আজকে ওর সঙ্গে আমার দেখা হবে মনে হয়। সম্ভাবনা আছে দেখা হওয়ার। যদি সুযোগ থাকে, অবশ্যই খেলবে। এটা আমার ধারণা। যদি একদিনের জন্যও সুযোগ থাকে, অবশ্যই খেলবে। খেলাটা ওর কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ