ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অর্থমন্ত্রীকে আটকে দিল নির্বাচন কমিশন জানুন বিস্তারিত

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৫ ১৯:৪০:৫৩
অর্থমন্ত্রীকে আটকে দিল নির্বাচন কমিশন জানুন বিস্তারিত

আজ বৃহস্পতিবার ইসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিষয়ে ওই অনাপত্তির চিঠি দেওয়া হয়। আর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিষয়টি জানানো হয় গতকাল বুধবার। চিঠি দুটি প্রেরণ করেন যথাক্রমে যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) ফরহাদ আহাম্মদ খান ও উপসচিব (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-০১) মো. আতিয়ার রহমান।

প্রধানমন্ত্রীর বিষয়ে ফরহাদ আহাম্মদের চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ছয় ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১০৭, ১০৮ এবং ১০৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়ে ইসি অনাপত্তি জানিয়েছে।

অন্যদিকে আতিয়ার রহমান প্রেরিত চিঠিতে বলা হয়, আগামী ১৭ নভেম্বর ঢাকায় ‘ভাই গিরীশচন্দ্র সেন মিউজিয়াম, পাঁচদোনা, নরসিংদী’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী উপস্থিত থাকতে পারবেন না। তার উপস্থিতিতে আপত্তি জানিয়েছে ইসি। তবে ওই উদ্বোধনী অনুষ্ঠানটি অরাজনৈতিক হওয়ায় অর্থমন্ত্রীকে বাদ দিয়ে তা যথারীতি অনুষ্ঠিত হতে পারবে।

মিউজিয়াম উদ্বোধনের অনুষ্ঠানটির আয়োজন করেছে ঐতিহ্য অন্বেষণ (প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র)। এর অর্থায়ন করে ভারতীয় হাইকমিশন। আর সিভিল সার্ভিসের অনুষ্ঠানটির আয়োজনে আছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুত্র- আমদের সময়

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে