ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

উইন্ডিজদের নিয়ে যা বললেন রিয়াদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৫ ১৮:৪৩:০৮
উইন্ডিজদের নিয়ে যা বললেন রিয়াদ

কিন্তু টাইগারদের বর্তমান টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন, ভারত এবং বাংলাদেশের কন্ডিশনে কিছুটা পার্থক্য রয়েছে। যা সতর্কবার্তা হিসেবে নিতেই পারে ওয়েস্ট ইন্ডিজ দল।

সেই স্বল্প পার্থক্যেই কাজে লাগাতে চাইছেন তিনি। ঘরের মাঠে খেলার সুবিধাকে পুরোপুরি কাজে লাগিয়ে জিততে চায় বাংলাদেশ। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে মাঠে ভাল ক্রিকেট খেলা, এটাও বিশ্বাস করেন রিয়াদ। তবে যাহোক উইন্ডিজদের বিপক্ষে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে বাংলাদেশ, জানিয়েছেন তিনি।

'অবশ্যই। যেহেতু ওরা কিছুদিন আগে ভারতের বিপক্ষে সিরিজ খেলেছিল। ওটা ওদের কিছুটা হলেও সুবিধা পেতে পারে। এখানকার কন্ডিশনও কিছুটা ভিন্ন। আমরা যদি আমাদের হোম কন্ডিশনটা আমাদের মতো করে কাজে লাগাতে পারি তাহলে ম্যাচের রেজাল্ট আমাদের পক্ষে আসতেও পারে।

'সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি সেটা। তারা অনেক ভালো দল। আমরা মানসিক ভাবে ও শারীরিক ভাবে তৈরি থাকতে হবে টাফ উইকেটে খেলার জন্য,' জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট জয় শেষে সংবাদ সম্মেলনে বলেছেন রিয়াদ।

ক্যারিবিয়ান পেসারদের বিপক্ষে পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। যে পরীক্ষায় গত দেখায় ব্যর্থ হয়েছিল টাইগাররা। তবে এবার ঘরের মাঠ পাশাপাশি নিজেদের চেনা কন্ডিশন, লাগামটা বাংলাদেশের হাতেই থাকবে বলে বিশ্বাস করছেন মাহমুদুল্লাহ।

'বিষয়টি আমি এভাবে চিন্তা করছি না। ওদের যে পেস বোলিং আছে (রোচ, গ্র্যাব্রিয়েল..) সবাইকে আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলেছি, ওই অভিজ্ঞতাটুকু আছে ওরা কেমন বোলিং করতে পারে। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের উইকেট এবং বাংলাদেশের উইকেটতো এক নয়। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ে আমাদের কিছুটা হলেও দুশ্চিন্তা থাকলে আমাদের মধ্যে এই বিশ্বাস আছে আমরা আমাদের স্কিলের পূর্ণব্যবহার করতে পারবো।'

তবে এটা সত্যি, ওয়েস্ট ইন্ডিজের মতো পেস সহায়ক উইকেট বানাচ্ছে না বাংলাদেশ। কন্ডিশন এবং স্পিনিং উইকেটের সম্পূর্ণ সুবিধা নিতে চাইবে তাঁরা। মাহমুদুল্লাহ রিয়াদও জানিয়েছেন এমনটাই,

'ওয়েস্ট ইন্ডিজের সাথে টিম ম্যানেজমেন্টের সাথে বসে চিন্তা করব কেমন উইকেট চাচ্ছি। ওদের দলও আমাদের দেখতে হবে, সাথে আমরা সবসময় যেই স্পিন সহায়ক উইকেট করি, সেই দিকেই হয়তো আমরা যাব।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ