ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিএনপি ভক্ত দুই ‘পাগলের’ বাহাস

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৫ ১৮:১৯:৫৮
বিএনপি ভক্ত দুই ‘পাগলের’ বাহাস

তখন বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্য়ালয়ের সামনে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছু বিভিন্ন পর্যায়ের নেতারা কেউ মনোনয়নপত্র সংগ্রহ আবার কেউবা জমা দিতে এসেছেন। তাদের কেউ ঢোল বাজনা বাজিয়ে কেউবা রাজপথে মিছিল স্লোগান দিতে দিতে এসেছেন। এ সময় রাস্তার বিপরীত দিকে বিএনপির কয়েকজন কর্মী বেশ মজা নিয়ে দুই ‘পাগলের’বাহাস শুনছিলেন।

এদের একজনের পরনে ফুল হাতা গেঞ্জি, চোখে চশমা, মাথায় বিএনপির লোগো সংবলিত টুপি, পিঠে একটি বাক্সে (ধানের গোলার মতো) কয়েক মুঠো ধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পোস্টার। কোমরে প্রতিবাদী ব্যানার মোড়ানো। আরেকজনের পরনে বিএনপির লোগো সংবলিত গেঞ্জি, জটলা চুলে পাগড়ি মোড়ানো।

তারা দু’জন কেউ কাউকে বিশ্বাস করছিলেন না। একজন আরেকজনকে আওয়ামী লীগের এজেন্ট বলে দোষারোপ করছিলেন। উপস্থিত বিএনপি কর্মীরা তাদের বাহাস বেশ উপভোগ করছিলেন। একজন কর্মী পিঠের বাক্সে ধান নেই, শুধু ধানের চিটা কেন প্রশ্ন করলে ‘পাগল’কর্মীর জবাব, ‘হাসিনা সরকার সব ধান কাইট্যা নিয়ে গেছে।’সুত্র- জাগো নিউজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে