ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সাকিবকে নিয়ে যা বললেন পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৫ ১৬:২১:২০
সাকিবকে নিয়ে যা বললেন পাপন

বৃহস্পতিবার বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ শেষে এমনই জানিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হোসেন পাপন। খেলা না খেলার সিদ্ধান্তটি পুরোপুরি তার উপর ছেড়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে চিকিৎসকের সিদ্ধান্তের উপরেও নির্ভর করছে অনেক কিছু।

তাকে নিয়ে কোন প্রকার তাড়াহুড়া করতে নারাজ ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে ইনজুরি থাকা সত্ত্বেও তাঁকে খেলিয়ে যে মাশুল গুণতে হয়েছিল বাংলাদেশকে সেটা আবার করতে চান না তিনি। পাপন জানান,

'সাকিবের ব্যাপারে আসলে আমরা ঝুঁকি নিতে চাই না। সেই কারণে পুরো ব্যাপারটিই আমরা সাকিবের ওপরেই ছেড়ে দিয়েছি। এটি নির্ভর করবে ফিজিও এবং চিকিৎসকদের ওপরেও। আমি যতদূর জানি সে অনুশীলন শুরু করে দিয়েছে।

আমার সাথে কথাও হয়েছে পরশুদিন। সে দেখছে এবং নিজে যখন মনে করবে সে ফিট ও ফিজিও ছাড়পত্র দিলে সে খেলবে। যদি প্রথম টেস্ট হয় তাহলে প্রথম টেস্ট, তানাহলে দ্বিতীয় টেস্টে খেলবে। এখনই আসলে সরাসরি কিছু বলা কঠিন। কারণ আমরা তাঁকে নিয়ে তাড়াহুড়া করতে চাই না।'

বুধবার মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছেন সাকিব আল হাসান। তিনিও সাংবাদিকদের সাথে আলাপকালে তাঁর ফেরার ব্যাপারে নিশ্চিত করে কিছু জানান নি। অনুশীলন শেষে সাকিব জানিয়েছিলেন,

'সবই আস্তে আস্তে শুরু হবে। কাল পরশু থেকে হয়তো ফিল্ডিং ও বোলিং শুরু করবো। সব কিছুর জন্য সময় লাগবে। একবারেই সব শুরু করা সম্ভব হবে না। ইমপ্রুভ হতে থাকলে ম্যাচ খেলার কথা চিন্তা করবো।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ