ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

নির্বাচন করলে কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবে মাশরাফি,যা বললেন পাপণ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৫ ১৫:৩৩:০৫
নির্বাচন করলে কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবে মাশরাফি,যা বললেন পাপণ

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ ম্যাচটি হবে ঢাকা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে ৩০ নভেম্বর থেকে। ৬ ডিসেম্বর ফতুল্লা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। ৯ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে বাংলাদেশ দল।

এরপর ১১ ডিসেম্বর দ্বিতীয় এবং ১৪ ডিসেম্বর সিলেটে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। যার প্রথমটি হবে সিলেট এবং পরের দুটি অনুষ্ঠিত হবে ঢাকায়।

প্রথমটি হবে ১৭ ডিসেম্বর দ্বিতীয় ২০ এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২২ ডিসেম্বর। টেস্ট ম্যাচ গুলি শুরু হবে সকাল ন’টায় ওয়ান ডে এবং টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ২ টা বেজে ৩০ মিনিটে।

কিন্তু ওয়ানডে সিরিজে কি বাংলাদেশ পাবে জাতীয় দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কে? প্রশ্ন জাগতেই পারে। কারণ আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন টাইগার দের বর্তমান অধিনায়ক। সেজন্য মনোনয়নপত্র কিনেছেন মাশরাফি।

আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর। শেষ হবে ১৪ ডিসেম্বর। অার তাই নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা নিয়ে সংশয় ছিলো মাশরাফির। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপণ এবার বিষয়টি সরাসরি নিশ্চিত করলেন যে নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবে না মাশরাফি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ