ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মুশফিক-মাহমুদুল্লাহ-মমিনুলের প্রাপ্তিতে মিরাজের অবাক করা মন্তব্য

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৫ ০৮:৪৪:১৫
মুশফিক-মাহমুদুল্লাহ-মমিনুলের প্রাপ্তিতে মিরাজের অবাক করা মন্তব্য

দলের ব্যাটসম্যানদের অনেকদিন পর রান করতে দেখে অনেক বেশি ভাল লাগা থেকেই রিয়াদের সাথে যোগ দিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদি মিরাজ। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজ জানিয়েছেন, মুশফিক-মাহমুদুল্লাহ-মমিনুলের প্রাপ্তিতে অনেক বেশি খুশি তিনি।

'আমাদের ব্যাটসম্যানরা অনেক দিন ধরেই কিন্তু রান করতে পারছিল না। এই ম্যাচটায় আমাদের অনেক প্রাপ্তি ছিল। মুশফিক ভাই ডাবল করল, মুমিনুল ভাই দেড়শ করল। রিয়াদ ভাই সেঞ্চুরি,মিথুন ভাই পঞ্চাশ করল, আমিও করলাম একটা পঞ্চাশ। মানে আমার খুব ভালো লাগছে যে ব্যাটসম্যানরা রানে ফিরেছে।

'ব্যাটসম্যানরা প্রভাব খাটাচ্ছে। এটা কিন্তু দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানরা যদি প্রভাব খাটাতে পারে তাহলে দল কিন্তু ভালো খেলে। এই খুশিতেই আসলে সিজদাহ দেওয়া। আসলে খুব ভালো লাগছে। সবার অনুভূতি কাজ করেছিল। নিজের অনুভূতি ধরে রাখতে পারিনি। তাই রিয়াদ ভাইয়ের সঙ্গে সিজদাহ করেছি।'

টাইগারদের প্রথম ইনিংসে মমিনুল হক খেলেছিলেন ১৬১ রানের ইনিংস। এরপর মুশফিকুর রহিম খেলেছেন বাংলাদেশের হয়ে টেস্টে খেলা সর্বোচ্চ ২১৯ রানের ইনিংস। সে সময় মুশফিকের সাথে উইকেটে ছিলেন মিরাজ। সেই ইনিংসে নিজেও করেছিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।

দ্বিতীয় ইনিংসে এসে টাইগার অধিনায়ক রিয়াদ হাঁকালেন শতক, তখনও উইকেটে সেই মিরাজ। দলের ব্যাটসম্যানদের এত এত প্রাপ্তিতে নিজের কথা ভাবার সময়ই নেই ২১ বছর বয়সী এই ক্রিকেটারের। তবে সামনে শতক হাঁকিয়ে নিজেও এমন মুহূর্তের মালিক হবেন তিনি। এখন দলের অর্জনেই সন্তুষ্ট এই তরুণ অলরাউন্ডার।

'দল সবার আগে, আমরা দলের জন্যই খেলি। তবে আমার কাছে খুবই ভাল লাগছে, আমি একজনের ডাবল সেঞ্চুরিতে সঙ্গী ছিলাম, একজনের সেঞ্চুরিতে ছিলাম। আমার মনে অনেক খুশি লাগছে। আমি এটা কখনই চিন্তা করি নি যে আমার সেঞ্চুরি হয় নি। ভবিষ্যতে হয়তো হবে,' বলেছিলেন মিরাজ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ