ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

তিন ক্রিকেটারকে ছেড়ে দিল চেন্নাই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ২৩:৩১:১৮
তিন ক্রিকেটারকে ছেড়ে দিল চেন্নাই

এদিকে গত আসরে ইনজুরির কবলে পড়া কিউই অলরাউন্ডার মিচেল স্যান্টনারকেও রেখে দেয়ার সম্ভাবনা আছে দলটির বলে জানা গেছে।

পাশাপাশি গত আসরে ইনজুরির কারণে ছিটকে পড়া কেদার যাদবও থাকছেন স্কোয়াডে।

অপরদিকে মাত্র তিন জন ক্রিকেটারকে বাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই তিন খেলোয়াড় হলেন ইংলিশ পেসার মার্ক উড ও দুই ভারতীয় কানিশক শেঠ এবং কেসিতিজ শর্মা।

এর আগের আসরে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন উড। তবে শর্মা এবং শেঠ এখন পর্যন্ত আইপিএলে মাঠে নামেননি।

উল্লেখ্য দুই বছরের নিষেধাজ্ঞা শেষে গত আসর দিয়েই আইপিএলে ফিরেছিল চেন্নাই সুপার কিংস। আর টুর্নামেন্টে ফিরেই সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।

চেন্নাই সুপার কিংস স্কোয়াড (এখন পর্যন্ত)-

ডোয়াইন ব্রাভো, কেএম আসিফ, চৈতন্য বিষ্ণই, স্যাম বিলিংস, দীপক চাহার, ফাফ ডু প্লেসিস, মহেন্দ্রা সিং ধোনি, হরভজন সিং, ইমরান তাহির, রবীন্দ্র জাদেজা, নারায়ন জগদিশান, মনু কুমার, লুঙ্গি এনগিদি, সুরেশ রায়না, আম্বাতি রাইয়ুডু, করণ শর্মা, ধ্রুব সোরে, শার্দূল ঠাকুর, মুরলি বিজয়, শেন ওয়াটসন, ডেভিড উইলি, কেদার যাদব, মিচেল স্যান্টনার (অনিশ্চিত)।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ