ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

কেন নির্বাচন পেছাতে চায় ঐক্যফ্রন্ট

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ২২:৫৮:২৪
কেন নির্বাচন পেছাতে চায় ঐক্যফ্রন্ট

এদিকে, জাতীয় ঐক্যফ্রন্ট বলছে, এটি যথেষ্ট নয়। যে কারণে গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন পেছানোর দাবি নিয়ে আরও একবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে।

বুধবার (১৪ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে আরও তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছে।

তাদের বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

নির্বাচন আরও পেছানোর পক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের যুক্তিগুলো কী?

এমন প্রশ্নে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরামের নেতা মোস্তাফা মহসীন মন্টুর উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনী প্রস্তুতির জন্য শরিক দলগুলোর যে সময়টুকু দরকার সেটা যথেষ্ট নয় বলে দাবি করছে ঐক্যফ্রন্ট।

মন্টু যুক্তি তোলে ধরে বলেন, ‘একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে গেলে প্রার্থীদের যার যার এলাকায় থাকা প্রয়োজন এবং কমপক্ষে এক মাস ধরে প্রচার ও বিভিন্ন কর্মকাণ্ড করতে হয়।

তিনি বলেন, ‘প্রার্থীরা যারা আছেন তাদের সমর্থকদের বেশির ভাগই মামলা মোকদ্দমা নিয়ে ফেরারি হয়ে আছেন। সে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।’

তিনি বলেন, ‘এখানে হঠাৎ করে নির্বাচন কমিশন তফসিলটা ঘোষণা করলেন এরপর তারা মাত্র সাতদিন পেছালেন, আমাদের কিন্তু দাবি ছিল আরও একমাস পিছিয়ে দেয়া।’

নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে গেলে প্রার্থীদের প্রচার কাজে সহযোগিতা করা যেমন, লিফলেট বিতরণ, পোস্টার টানানো, তারপর মিছিল মিটিং করা- এসব নানা কাজের জন্য একটা পরিবেশ থাকা প্রয়োজন বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের এ নেতা।

কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন শেষ করার ব্যাপারে নির্বাচন কমিশনেরও একটা সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এ বিষয়ে মোস্তাফা মহসীন মন্টু বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দফা সংলাপে ড. কামাল হোসেন সংবিধানের মধ্যে দিয়েই নির্বাচনটা যে হতে পারে এবং নির্বাচনটা পেছানো যেতে পারে সেই ব্যাখ্যাগুলো দিয়েছেন।’

তবে নির্বাচন কমিশন যদি ভোটগ্রহণের তারিখ না পেছায় তখন পরিবেশ পরিস্থিতি দেখে জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

রাজনীতি - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ