ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

যে কারণে এবারের টি–টেন লিগে খেলবেন না শোয়েব মালিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ২২:৪৯:৫১
যে কারণে এবারের টি–টেন লিগে খেলবেন না শোয়েব মালিক

টুইটারে পাকিস্তানের সাবেক অধিনায়ক এই প্রসঙ্গে লিখেন, ‘আমি ঘোষণাটা করছি বেশ মিশ্র অনুভূতি নিয়েই। নিজের পরিবারকে সময় দেওয়ার জন্য পাঞ্জাব লিজেন্ডসের হয়ে আসছে টি-টেন লিগে খেলতে পারছি না আমি। সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল। সানিয়া অবশ্য এই টুর্নামেন্টে আমাকে খেলতেই বলছিল। কিন্তু এই মুহূর্তে সবকিছুর বিনিময়ে আমি আমার স্ত্রী ও সন্তানের সঙ্গে কিছু সময় কাটাতে চাই। আশা করব সবাই আমার অবস্থাটা বুঝতে পারবেন।’

আসন্ন এই টুর্নামেন্টে পাঞ্জাব লিজেন্ডস দলের অধিনায়কের দায়িত্ব পালন করার কথা ছিল শোয়েবের। তবে শোয়েবের এমন সিদ্ধান্ত মেনে নিয়েছেন পাঞ্জাব লিজেন্ডস। এ ব্যাপারে তারা টুইটারে লিখেন, ‘অধিনায়ককে হারানো আমাদের জন্য খুব বড় একটা লোকসান, তবুও আমরা শোয়েবের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করব সে যেন তার পরিবার ও শিশু সন্তানের সঙ্গে খুবই সুন্দর একটা সময় কাটাতে পারে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ