ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপির চরিত্রের পরিবর্তন হয়নি: নাসিম

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ২১:৩২:৫১
বিএনপির চরিত্রের পরিবর্তন হয়নি: নাসিম

বুধবার বিকালে রাজধানীর শান্তিনগরে ঢাকা-৮ আসনের কেন্দ্রীয় নির্বাচনী অফিসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, যখন সমগ্র জাতি ভোটের প্রস্তুতি নিচ্ছে তখন (বিএনপি) তারা জ্বালাও-পোড়াও এর নামে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

জ্বালাও-পোড়াও করে আগামী নির্বাচন বানচাল করা যাবে না মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশে এখন নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। জনগণ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ।

সুত্র যুগান্তর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে