ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘মাশরাফি মাশরাফি’, ‘নৌকা নৌকা’

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ২০:৪৬:৫২
‘মাশরাফি মাশরাফি’, ‘নৌকা নৌকা’

বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নড়াইল চৌরাস্তা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে ‘মাশরাফি মাশরাফি’, ‘নৌকা নৌকা’ বলে স্লোগান দেওয়া হয়।

এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে চৌরাস্তায় এসে জড়ো হন নেতাকর্মীরা। পরে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের নেতৃত্বে মিছিলটি বের হয়।

এ সময় নড়াইল আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাশরাফি নির্বাচনে আসছে জেনে নড়াইল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এ আসনে মাশরাফিই নির্বাচতি হবেন। তিনি এমপি হলে অবহেলিত নড়াইলের সার্বিক উন্নয়ন হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে