ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

তাইজুলকে নিয়ে একি বলেন মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ২০:০১:৪৬
তাইজুলকে নিয়ে একি বলেন মিরাজ

‘কাল একটা ভাল সুযোগ আছে, আমার ও তাইজুল ভাইয়ের। ক্রিকেটারদের প্রতিটা উইকেটই সুযোগের মতন।’

এছাড়া তাইজুল ইসলামের প্রশংসা করে তিনি আরও জানান, ‘সবসময় একদুই জন ভাল করে, ডোমিনেট করে। তাইজুল ভাই দারুন বোলিং করছে, প্রথম টেস্ট থেকেই। সে ভাল বোলিং করছে বলেই উইকেট গুলো ডিজারভ করে। কারণ ভাল জায়গায় বল করছে, ভাল উইকেট পাচ্ছে।’

বিশেষ করে শেষদিনের উইকেট চিন্তায় একটু বেশিই নির্ভার তাইজুল। জিম্বাবুয়ে বড় কোন জুটি গড়লেও সেটা নিয়ে আক্ষেপ করতে চান না তিনি, বরঞ্চ ব্রেক থ্রু এনে দেওয়ার ভাবনা তাঁর।

‘আপনারা দেখেছেন যে আজ একটা উইকেটের পর আরেকটা উইকেট পড়েছে। শেষ দিনের উইকেটই এমন। একটা জুটি হবে, ৫০-৬০ রান বা ১০-১৫ ওভারের, কিন্তু যখন একটা উইকেট পড়বে, তখন কিন্তু তিন-চারটা -পাঁচটা উইকেট চলে যাবে।

‘রিয়াদ ভাই – মুশফিক ভাই এটাই বলেছে, জুটি হলে প্যানিক হওয়ার কিছু নেই। শুধু ভাল জায়গায় বল করে যেতে হবে, একটা ব্রেক থ্রু আসলেই ওরা ব্যাক ফুটে চলে যাবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ