ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

একজন ডাবল আর আরেকজন সেঞ্চুরি এর কারন জানালো মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ১৯:৩৯:৩১
একজন ডাবল আর আরেকজন সেঞ্চুরি এর কারন জানালো মিরাজ

নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্রুত চার উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে টেনে তুলেন মিঠুন-রিয়াদ। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের সামনে পাহাড়সম রানের লক্ষ্য দাঁড় করান রিয়াজ-মিরাজ। দীর্ঘ আট বছর টেস্ট সেঞ্চুরি তুলে নেয়ার পর সেজদা দিয়েছেন টাইগার দলপতি। তার সঙ্গে ক্রিজে থাকা মিরাজও সেজদা দেন।

এরকম উদযাপন প্রসঙ্গে ২১ বছর বয়সী এই তরুণ বলেন, আপনারা যদি দেখেন শেষ অনেকদিন ধরে আমাদের বোলাররা রানে ছিল না। সেক্ষেত্রে এই ম্যাচটা কিন্তু আমাদের অনেক প্রাপ্তি ছিল। দেখেন মুশফিক ভাই ডাবল সেঞ্চুরি, মুমিনুল ভাই দেড়শ, রিয়াদ ভাই সেঞ্চুরি করেছেন, মিথুন ভাই ও আমি হাফ-সেঞ্চুরি করেছি। এসব ভেবে আমার খুব ভালো লেগেছে যে, ব্যাটসম্যানরা রানে ফিরেছে, সবাই ডমিনেট করেছে। এটা কিন্তু একটা টিমের জন্য অনেক কিছু। এই খুশিতেই আসলে সেজদাটা দেয়া। সবার খুশিটা নিজের মধ্যে কাজ করছিল। নিজের অনুভূতিটা আসলে ধরে রাখতে পারি নাই। তাই রিয়াদ ভাইয়ের সঙ্গে আমিও সেজদাটা দিয়ে দিয়েছি।

দিনের শুরুতে ফলোঅনে পড়া জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে না পাঠিয়ে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়েছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত বড় লক্ষ্য দিকে সক্ষম হয় টাইগাররা।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, আসলে দেখেন আমাদের দুই দিন সময় ছিল। আর ওরাও ২১৮ রানে পিছিয়ে ছিল। তাই আমাদের চিন্তা ছিল, শেষ ইনিংসে যেন ওরা ব্যাটিং করে। কারণ শেষদিন উইকেটে অনেক কিছু হবে, উইকেট ভেঙে যাবে। তাড়াতাড়ি আউট হবার সম্ভাবনাটা বেশি ছিল। তাই আমরা সেই রিস্কটা নেই নাই। আমরা রিস্ক ফ্রি থাকতে চেয়েছি। কারণ আমরা অনেকটাই ব্যাকফুটে। কারণ শেষ ম্যাচটা হারায় এই টেস্টে আমরা সবাই জান দিয়ে খেলছি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ