ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

লাগাম আমাদের হাতে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ১৯:২৭:৩৯
লাগাম আমাদের হাতে

শুধু আগামী কাল টাইগার বোলাররা সামর্থ্যের পরিচয় দিতে পারলেই জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট ম্যাচটি জেতা সম্ভব বাংলাদেশের। মিরপুরে টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে টেস্ট ম্যাচটি জয়ের প্রত্যাশাই করছেন বাংলাদেশ দলের অন্যতম তরুণ অলরাউন্ডার মেহেদি মিরাজ।

'এখন পর্যন্ত ম্যাচটা আমাদের দিকেই আছে। আমরা সাড়ে চারশ'র মত টার্গেট দিয়েছি। ওদের দুই উইকেট শিকার করেছি। কাল একটা দিন আছে, তিনটা সেশন আছে। আমাদের বোলাররা যদি ভাল লেন্থে বল করতে পারে, তাহলে ম্যাচটা আমাদের দিকেই আছে।'

পুরা একদিন অর্থাৎ তিন সেশন রয়েছে বাংলাদেশের সামনে। উইকেটের অবস্থার কথা চিন্তা করলে শেষ দিনের খেলায় টাইগার বোলারদেরই সুবিধা পাওয়ার কথা। কিন্তু এখনও তেমন সুবিধা পাচ্ছে না।

কিন্তু দলের বোলাররা লাইন, লেন্থে বল করতে পারলেই ইতিমধ্যে কিছুটা ভেঙ্গে পড়া জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট জয়ী হতে পারবে বাংলাদেশ, বিশ্বাস রাখছেন মিরাজ।

'উইকেটে অসম্ভব কিছুই হচ্ছে না। দুই-একটা বলে একটু অন্যরকম কিছু হয়। আমাদের যে জিনিসটা করতে হবে আমাদের বোলারদের ভালো জায়গায় বল করতে হবে। কারণ উইকেট এখনও দেখেন চারদিন শেষ হয়ে গিয়েছে ওরকম এক্সট্রা অনেক কিছু হচ্ছে না দুই-একটা ছাড়া।

'এটা স্বাভাবিক। আমাদের মানসিকতা ওভাবে থাকতে হবে। বোলারদের হার্ডওয়ার্ক করতে হবে। কষ্ট করতে হবে কালকের দিনটা। আশা করছি বোলাররা শতভাগ চেষ্টা করবে উইকেটের জন্য।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ