ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

অনুশীলনে ব্যাটিং করে ব্যথা যা বললেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ১৮:৫৫:০৩
অনুশীলনে ব্যাটিং করে ব্যথা যা বললেন সাকিব

টেস্ট দেখতে আসা দর্শকরা খেলা বাদ দিয়ে দেখছিলেন সাকিবের ব্যাটিং। বেশ স্বাচ্ছন্দ্য স্পিন সামলে নিয়েছেন তিনি। আশা দেখাচ্ছেন দ্রুত মাঠে ফেরার। তবে সাকিব দ্রুত নয়, ধীরে ফিরতে চান।

বলের গতি বাড়ার সাথে সাথে নিজেকে পরীক্ষা করতে চান তিনি। অনুশীলন শেষে সাকিব বলেছেন, 'মাত্রই প্রথম ব্যাটিং করলাম। স্পিন দিয়ে আস্তে আসতে শুরু করলাম। প্রথম দিন হিসেবে ভালোই মনে হলো।

'ব্যথাটা সেভাবে বোঝা যায়নি। সামনে যখন পেসটা বাড়বে, ভলিউম বাড়বে, তখন বোঝা যাবে। এভাবে এগোতে থাকি, দেখা যাক কী অবস্থায়। প্রথম দিন হিসেবে আমি বলবো, অনেক ভালো।'

বুধবার হালকা ব্যাটিং অনুশীলন করা সাকিব আগামী কয়েকদিনের মধ্যেই ফিল্ডিং ও বোলিং দিয়ে পূর্ণ উদ্যমে অনুশীলন শুরু করবেন। স্বস্তির কথা, হাতে কোন ব্যথা অনুভব করছেন না তিনি।

'সবই আস্তে আস্তে শুরু হবে। কাল পরশু থেকে হয়তো ফিল্ডিং ও বোলিং শুরু করবো। সব কিছুর জন্য সময় লাগবে। একবারেই সব শুরু করা সম্ভব হবে না। ইমপ্রুভ হতে থাকলে ম্যাচ খেলার কথা চিন্তা করবো।

'ওটাই বললাম যে কোনো ব্যথা অনুভব করিনি। বেশ ভালো অনুভব করিছি। এরপর ভলিউম বাড়লে, পেস বাড়লে এবং বেশিক্ষণ ব্যাটিং করলে বোঝা যাবে।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ