ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

যে কারনে সিজদাহ করলেন মিরাজ জানলে অবাক হবেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ১৮:৩৫:১৯
যে কারনে সিজদাহ করলেন মিরাজ জানলে অবাক হবেন

দিন শেষে মিরাজ নিজেই জানালেন ব্যাটসম্যানদের রানে ফেরার খুশিতে আবেগ ধরে রাখতে পারেনি তিনি। তাই মাহমুদউল্লাহর সঙ্গী হন তিনি।

মিরপুর টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আট বছর পর টেস্ট সেঞ্চুরির দেখা পেয়ে মাহমুদউল্লাহর বাঁধা ভাঙা উদযাপনে মাতলেন বুধবার। অন্যপ্রান্ত থেকে দৌড়ে এসে সতীর্থ মেহেদী হাসান মিরাজ তখন উষ্ণ অভিনন্দন জানান মাহমুদউল্লাহকে।

সেঞ্চুরি উদযাপনের সময় আঙুলে কিছু একটা ইঙ্গিতও করেন মাহমুদউল্লাহ। সব শেষে সেঞ্চুরির তৃপ্তিতে মাঠে সেজদায় নত হন এই টেস্টে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক। পাশে দাঁড়িয়ে থেকে মিরাজ আর দর্শক হতে চাইলেন না দৃশ্যটির। মাহমুদউল্লাহর সঙ্গে নিজেও পড়ে গেলেন সেজদায়।

ক্রিকেট মাঠে সেঞ্চুরির পর মুসলিম ক্রিকেটারদের কেউ কেউ নিয়মিতই সিজদাহ করে থাকেন। কিন্তু একজনের সেঞ্চুরিতে দুজনের সিজদার ঘটনা যে এই প্রথম। সবার কৌতুহল এখন এটি জানতে, কেন মিরাজও সিজদাহ করলেন। মাহমুদউল্লাহ সেঞ্চুরি করলেও তার রান যে ছিল ২৭।

তাহলে মিরাজের কাছেই শুনুন কারণটা, ‘একটা জিনিস হলো যে আমাদের ব্যাটসম্যানরা অনেক দিন ধরেই কিন্তু রান করতে পারছিল না। এই ম্যাচটায় আমাদের অনেক প্রাপ্তি ছিল। মুশফিক ভাই ডাবল সেঞ্চুরি করেছে। মুমিনুল ভাই দেড়শ করেছে। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) সেঞ্চুরি করেছে। মিথুন ভাই পঞ্চাশ করেছে। আমিও পঞ্চশ করেছি (প্রথম ইনিংসে)। আমার খুব ভালো লাগতেছে যে ব্যাটসম্যানরা রানে ফিরেছে, ব্যাটসম্যানরা ডোমিনেট করতেছে। ব্যাটসম্যানরা যদি রান করে তবে দল ভালো খেলে। এই খুশিতেই আসলে সেজদাটা দেওয়া।’

মিরাজ যোগ করে বলেন, ‘আসলে খুব ভালো লাগছিল। সবার অনূভূতিটা ওই সময় কাজ করছিল। নিজের অনূভূতিটা ওই সময় ধরে রাখতে পারিনি। এজন্য রিয়াদ ভাইয়ের সাথে আমিও সিজদাহ করি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ